• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:৪৩ পিএম
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আল আমিন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর)  সকাল ৬টার দিকে স্টেশনের গেটম্যান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।

এর আগে, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আল আমিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজি পাড়া সিঙ্গিমারী গ্রামের আশরাফুল হকের ছেলে।

এ বিষয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, “শনিবার রাতে কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পরিচয় শনাক্ত করা হয়েছে।” 

Link copied!