ফরিদপুরে মাদক সেবনরত অবস্থায় মো. রিফাত হোসেন (২৩) নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মো. রিফাত হোসেন পশ্চিম আলীপুর এলাকার আলমগীর হোসেন আজাদের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, সকাল ৮টার দিকে পশ্চিম আলীপুর এলাকায় এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।