রামুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১২:৩৮ পিএম
রামুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহত মহিউদ্দিন পুতু

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিউদ্দিন পুতু (২৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে ইউনিয়নের পূর্বজুমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মহিউদ্দিন পুতু একই গ্রামের শরাফত আলীর ছেলে। তিনি গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।

গর্জনিয়ার পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার রাতে  মহিউদ্দিন পুতু তার নিজ বাড়িতে বৈদ্যুতিক মটর স্থাপনের কাজ করছিলেন। এমন সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!