• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন রোগী ৩৬১


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৪:৪৯ পিএম
বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন রোগী ৩৬১

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়েডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

মোহাম্মদ হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সোমবার (২ অক্টোবর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১১০, পটুয়াখালীতে ৯১, পিরোজপুরে ৬১, ভোলায় ৪৩, বরগুনায় ৪৪ এবং ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ২০৪ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২৪৭ জন। বিভাগে এখন পর্যন্ত ১০৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭, ভোলা সদর হাসপাতালে ৮, বরগুনা সদর হাসপাতালে ৫, পিরোজপুর সদর হাসপাতালে ১০, পটুয়াখালীর দুই হাসপাতালে ৬ এবং ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না।

Link copied!