• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৬:৫৬ পিএম
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন ডুবার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (৩ আগস্ট) উপজেলা শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই এলাকার বাবলু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এক সন্তানের জনক নাজমুল হোসেনের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে কলোহ চলছিল। ওইদিন সকালে তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে প্রতিবেশী তছির উদ্দিনের গাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ সৈয়দপুর থানায় আনা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর মেডিকেলে প্রেরণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!