• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:২৫ পিএম
২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
জব্দ করা ভারতীয় পণ্য। ছবি : সংগৃহীত

নরসিংদীতে কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করাসহ কাঞ্চন পাল (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার (১৯ জানুয়ারি ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি করে। এসময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা এক হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১ শত ১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ৭ পিস শ্যাম্পু, ৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়। 

জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৮ লাখ টাকা।

সাকিব হোসাইন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ পথে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!