মিয়ানমার থেকে চোরাই পথে আনা ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনাসহ (২০টি বার) মো. ইয়াছ নূর নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ইয়াছ নূর শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার মো. জাকারিয়ার ছেলে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাফ নদ দিয়ে আসা ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো ২০ সোনার বার ও পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।
এ ব্যাপারে মামলা দিয়ে ইয়াছ নূরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।