• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণ সন্দেহে যুবক আটক


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০২:০৪ পিএম
সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণ সন্দেহে যুবক আটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ি দীঘিনালায় দীপিকা চাকমা (২৮) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দান প্রিয় চাকমা (২৫) নামের এক যু্বককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাজেক সীমান্তের দাঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিয় চাকমা একই এলাকার অনিল কুমার চাকমার ছেলে।

পুলিশ সুপার আবু তৌহিদ বলেন, “বৃহস্পতিবার সকালে ঢাবি শিক্ষার্থীকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে সাজেকের দাঁড়িপাড়া এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”  

এর আগে, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের শিজকছড়া নামক এলাকা থেকে দ্বীপিতা চাকমাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও যৌথ বাহিনী ৭ ঘণ্টা অভিযান চালিয়ে সাজেকের মোন আদাম এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করে।

Link copied!