জয়পুরহাটে পিকআপে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় হাসান বশরী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার সকালে (২৯ নভেম্বর) সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৪টার দিকে জয়পুরহাট সদরের তেঘরভিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান বশরী জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক গ্রামের ফজলুল হকের ছেলে।
র্যাব জানায়, গত ১৮ নভেম্বর জয়পুরহাটে চকদাদরা ফকিরপাড়া গ্রাম সংলগ্ন খাড়ী ব্রিজের পাশের সড়কে ৩০/৩৫ জন দুর্বৃত্ত একটি পিকআপের গতিরোধ করে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
র্যাবের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, “পিকআপে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামি হাসান বশরীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”