লালমনিরহাটের টিএনটি মোড় এলাকায় এসএ পরিবহন পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং দেওয়ার সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে গাঁজার বস্তাসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মশিউর রহমান (৩০)। তিনি সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিসের লালমনিরহাট শাখায় অভিযান পরিচালনা করে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাছ থেকে একটি বস্তাভর্তি ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
ওসি আরও জানান, অভিযানের সময় মশিউরের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান। সোমবার রাতেই তাদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।