কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ বারেক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) সকালে সদরের বাস টার্মিনাল এলাকায় ‘মারশা’ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন।
বারেক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুজিবল হকের ছেলে।
মেজবাহ উদ্দিন বলেন, “বাস টার্মিনালে অবস্থিত মারশা বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে মারশা গাড়ির যাত্রী ছিলেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।”