• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাগানে পড়ে ছিল তরুণ-তরুণীর মরদেহ


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ১১:০৫ এএম
বাগানে পড়ে ছিল তরুণ-তরুণীর মরদেহ

নওগাঁর মান্দা উপজেলায় আরিফ হোসেন (২০) ও জনি (১৭) নামের এক প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তুলসী রামপুর গ্রামের ইউক্যালিপটাস বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আরিফ হোসেন তুলসী রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন ডিগ্রিতে ও জনি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন। তাদের দুজনের বাড়িই তুলসী রামপুর গ্রামে। ধারণা করা হচ্ছে, তারা বিয়ে করার জন্য কাউকে না জানিয়ে রোববার (১৩ আগস্ট) রাতে বেরিয়ে পড়েন। পরে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। তাদের মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং ভোটার আইডি কার্ড ছিল। সোমবার সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার থেকে হয়তো তাদের প্রেমের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। একারণে তারা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!