• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিখোঁজের ১০ দিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৯:২৫ এএম
নিখোঁজের ১০ দিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ১০ দিন পর মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠেছে মোস্তফার আলী (২৪) নামের এক যুবকের মরদেহ। 
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়ায় মাথাভাঙ্গা নদীর ফেরিঘাট থেকে যুবকের মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা-পুলিশ।

মোস্তফা আলী আলমডাঙ্গা হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মোস্তফা আলী ১৪ আগস্ট নিখোঁজ হন। ১৫ আগস্ট এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। বৃহস্পতিবার মাথাভাঙ্গা নদীতে একটি অর্ধগলিত মরদেহ ভেসে উঠলে মোস্তফার ভাই  প্যান্ট ও গেঞ্জি দেখে শনাক্ত করেন নিহত মোস্তফার মরদেহ। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!