রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোছা. হেনা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে মোট ৩০ জনের মৃত্যু হলো।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ওই নারীর বাসা চাঁপাইনবাগঞ্জের সদর উপজেলায়। তার স্বামীর নাম মো. কাওসার আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছা. হেনা চারদিন ধরে জ্বরে ভুগছিলেন। সঙ্গে বমিও হচ্ছিল তার। গত সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঘণ্টা দেড়েক পর তাকে নেওয়া হয় আইসিইউতে। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৭ জন। আর ছুটি পেয়েছেন ৬৬ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৭১ জন। এদের মধ্যে ৪ হাজার ৪৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।