ইজতেমায় আইনশৃঙ্খলা প্রসঙ্গে যা বললেন জিএমপি কমিশনার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০২:৫২ পিএম
ইজতেমায় আইনশৃঙ্খলা প্রসঙ্গে যা বললেন জিএমপি কমিশনার

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে শহীদ আহসান মাস্টার স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের তিনি এ জানান।  

মোল্যা নজরুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলাসহ সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ১০ হাজার পুলিশ কাজ করছে। আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”

নিরাপদে সবাই যেন জুমার নামাজ আদায় করতে পারেন সেই বিষয়ে সতর্ক আছি জানিয়ে জিএমপি কমিশনার বলেন, “দুই হাজার বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন। এবার দুই বছর পর ইজতেমা হচ্ছে। এখানে লাখ লাখ মানুষ এসেছেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা।”

Link copied!