• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে বাড়ছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৪:১৬ পিএম
সুনামগঞ্জে বাড়ছে পানি,  ডুবছে নতুন নতুন এলাকা

সুনামগঞ্জে টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ১৪৯ এবং শহরের নবীনগর পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে ঢলের পানিতে ভাসছে সুনামগঞ্জ পৌর শহর। বন্যাকবলিত জেলার তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, ছাতক, ধর্মপাশা দোয়ারাবাজার, মধ্যনগর, দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, জগ্ননাথপুর নিম্নাঞ্চলের মানুষ। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ। এসব উপজেলার নিন্মাঞ্চলের সড়ক পানিতে ডুবে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে জেলার ১০ লক্ষাধিক মানুষ। এছাড়া বাসাবাড়িতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে তারা। 

সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, “শহরের বিভিন্ন বাসা বাড়ি ও দোকানে পানি প্রবেশ করেছে। আমার বাসাও পানি উঠেছে। যেভাবে পানি বাড়ছে এতে করে মানুষ দূর্ভোগে পড়ে যাবে। সবাইকেই সর্তকতা অবলম্বন করেই বন্যার পূর্ব প্রস্তুতি নিতে হবে।”

তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর পাড়ে বাসিন্দা আহমেদ কবির জানান, ঢলের পানি বৃদ্ধি পেয়েছে। রাত ভর বৃষ্টি হয়েছে। আমরা হাওর পাড়ের মানুষজন বন্যার আতংকে আছি। উপকেলার প্রতিটি সড়ক পানিতে ডুবে গেছে। এই অবস্থায় জরুরি প্রয়োজনে নৌকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষজন।

তিনি আরও বলেন, গত ২০২২ সালে এক ঘন্টার ব্যবধানে বসত বাড়ি পানিতে ডুবে যায়। ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছিল। এবারও পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাচ্ছে কখন কি যে হয় বুঝা যায় না।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির কারণে জেলার সকল নদী ও হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় স্বল্পমেয়াদী বন্যার আশংকা রয়েছে। নিন্মাঞ্চলের বসত বাড়িতে পানি উঠেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ঢলের পানি বাড়ছে। বন্যা পূর্ব প্রস্তুতি হিসাবে সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সকল ইউএনওদের সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!