• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ভারত থেকে এলো শিরায় দেওয়া স্যালাইন


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:১৩ এএম
ভারত থেকে এলো শিরায় দেওয়া স্যালাইন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুইবারে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভারত থেকে একটি ট্রাকে করে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন এসে পৌঁছায় বেনাপোল বন্দরে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন।

এর আগে সোমবার একই প্রতিষ্ঠান ভারত থেকে ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে। আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের মূল্য পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি করা স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

Link copied!