• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

দোকানের বিম ভেঙে দুই শ্রমিক নিহত


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৬:০৭ পিএম
দোকানের বিম ভেঙে দুই শ্রমিক নিহত

পটুয়াখালীর কুয়াকাটায় একটি দোকানে শাটার লাগানোর সময় বিম ভেঙে দুজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামাল মিস্ত্রি (৫৫) ও আবু বকর মৃধা (৪৫)। তাদের বাড়ি কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাখাইন মহিলা মার্কেটের উত্তর পাশে উসুয়ে রাখাইন নামের এক ব্যক্তি নতুন একটি দোকানঘর নির্মাণ করেছেন। সেখানে স্টিলের শাটার লাগানোর কাজ করছিলেন কামাল মিস্ত্রী ও আবু বকর মৃধা। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ ওপর থেকে বিম ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বাসিন্দা আবু সালেহ বলেন, দুই শ্রমিকের গায়ের ওপর বিম ভেঙে পড়ে। তারা দুজনই এর নিচে চাপা পড়েন। তাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে কি না, তা এখনই বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, “দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্মাণাধীন পাকা ঘরটি যথাযথ নিয়ম মেনে করা হয়নি। সবচেয়ে বড় কথা হলো একটি পাকা ভবনের কাজ করতে যেভাবে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা দরকার ছিল, সেটাও করা হয়নি। এ দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে। অবশ্যই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!