• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কক্সবাজারে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১০:১২ এএম
কক্সবাজারে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন উখিয়া উপজেলার বাসিন্দা মো. তারেকুর রহমান ও ঘুমধুম ইউনিয়নের জসিম উদ্দিন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ নভেম্বর উখিয়া কুতুপালং বাজারস্থ এমএসএফ হাসপাতালের পাশে কচুবনিয়া রাস্তার মাথা থেকে ৬০ হাজার ইয়াবাসহ মো. তারেকুর রহমান ও জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ (বিজিবি) উখিয়া থানায় মামলা করেন। ২০২১ সালের ২৩ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পরে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারক এ রায় দেন।

Link copied!