• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০২:০৪ পিএম
ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে  এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক (জেলা ও দায়রা জজ) এস এম নাসিম রেজা এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মোস্তফা মিয়া (৩৫)।

ট্রাইব্যুনালের পেশকার ফজলু মিয়া জানান, ২০১৯ সালে শহিদ মিয়া ও মোস্তফা মিয়া এক তরুণীকে ধর্ষণ করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর দুজনকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!