সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। এতে বাধা দেয় পুলিশ। পরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে নগরীর আখালিয়া এলাকায় মাউন্ট এডোরার সামনে হাজারো ছাত্র-জনতা জড়ো হয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এর আগে জুমার নামাজের পর আন্দোলনরত শিক্ষার্থীরা আখালিয়ার সুরমা গেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জড়ো হয়। আন্দোলনকারীরা মিছিল শুরু করলে বিকেল ৪টার দিকে পুলিশ তাদের বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোঁড়ে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এতে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে পুলিশ পাঁচ জন, এক সাংবাদিকসহ বাকিরা হলেন শিক্ষার্থী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য শতাধিক রাউন্ড টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি নিক্ষেপ করা হয়েছে। আটক করা হয়েছে আট জনকে।