• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৬:২৮ পিএম
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সুনামগঞ্জের দুই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার দোয়ারা বাজার উপজেলার এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইসমাইল হোসেন (৪২) ও ছাতক উপজেলার কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে আমির আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির আলী কাড়ইলগাঁও গ্রামের পাশের হাওরে মাছ শিকার করতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে, ইসমাইল হোসেন ঠেলাজাল দিয়ে মাছ ধরার জন্য এরুয়াখাই গ্রামের কচুবিলে যান। মাছ ধরার সময় হঠ্যাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!