হবিগঞ্জের মাধবপুরে পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই উপজেলার বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)।
মাধবপুর থানার পরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুভ ও সোহাগ বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। পথে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।