• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০২:৫১ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ফাইল ছবি

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২১ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৭৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৪ জন।

মৃতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার জয়কাইল এলাকার বাসিন্দা রহিমা বেগম (৪৫) এবং ঝিনাইদহের মহিষাকুন্ডু এলাকার যতিন সরকার (৪৮)।

শনিবার (৪ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।

ছিদ্দীকুর রহমান আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ২০ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!