• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৪:৪৫ পিএম
বরিশালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ১৬২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রিপন বিশ্বাস (৩৬) এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সামিমা (২২)। এর মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪৯ জন, ভোলা সদর হাসপাতালে ১০জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২জন, পটুয়াখালীর দুই হাসপাতালে নয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৮ জন, পটুয়াখালীতে ১১ জন, ভোলায় ৬ জন, বরগুনায় ১৯ জন, ঝালকাঠিতে দুজন ও পিরোজপুরে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪২২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

Link copied!