• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

বাড়ির পাশের পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ১২:২২ পিএম
বাড়ির পাশের পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার কুমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কুমারভোগ গ্রামের শাহ আলম মৃধার মেয়ে চাঁদনী আক্তার (১০) একই গ্রামের জাহিদ শিকদারের মেয়ে মরিয়ম আক্তার (১১)। তারা দুজন স্থানীয় মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাদ্রাসা থেকে ফিরে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে তারা। গোসল করতে গিয়ে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজে পুকুরপাড়ে যান। সেখানে চাঁদনীর লাশ পানিতে ভাসতে দেখা যায়। এর কিছুক্ষণ পর মরিয়মের লাশও পাওয়া যায় পুকুরে।

মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মোস্তফা কামাল বলেন, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী চাঁদনী ও মরিয়ম। তাদের মৃত্যুতে সবাই শোকাহত।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর জেনেছেন তারা। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

Link copied!