• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাসের দাম বেশি রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৫:২৯ পিএম
গ্যাসের দাম বেশি রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দুপুরে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সংরক্ষণ মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এল. পি.জি. গ্যাস সিলিন্ডার বিক্রি, ও গ্যাসের ক্রয়-বিক্রয় রশিদ না রাখায় রাহাত গ্যাস স্টোরকে ১০ হাজার ও মাসুদ এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ অভিযানে অধিকার বিরোধী কার্যাবলী থেকে সকল ব্যবসায়ীকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে হ্যান্ড মাইকের সাহায্যে অনুরোধ এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। 

Link copied!