• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

আত্রাইয়ে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৪:৫৩ পিএম
আত্রাইয়ে জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কান্দওলমা গ্রামের পরশ মণ্ডলের ছেলে আব্দুর রশিদ মণ্ডল (৩৫) ও পার-কাসুন্দা গ্রামের শফির সরদারের ছেলে সাইফুল সরদার (৪৫)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, “নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াতের লোকজন গোপন বৈঠক করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সদরের আমপুর এলাকা থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।”   

Link copied!