• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সেন্ট মার্টিনে ভেসে এলো তরুণ-তরুণীর অর্ধগলিত মরদেহ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ১২:২৪ পিএম
সেন্ট মার্টিনে ভেসে এলো তরুণ-তরুণীর অর্ধগলিত মরদেহ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে অজ্ঞাতনামা দুই তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ ভেসে এসেছে। 

শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্রসৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 তরুণ-তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুটি মরদেহ ভেসে আসে। তবে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন তারা।

ওসি সৈয়দ জুবায়ের আরও বলেন, মরদেহর ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!