মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় অয়ন দাশ (২০) ও পার্থ শীল (২০) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় সীমান্ত (২০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে বন্দরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন শিবচরের পাচ্চর ইউনিয়ন গোয়ালকান্দা এলাকার পান্ডব দাশের ছেলে এবং পার্থ একই উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে। তারা স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলেজে প্রি-টেস্ট পরীক্ষা দিয়ে একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তারা। এসময় তারা এক্সপ্রেওয়ের সংযোগ সড়কের বন্দরখোলা নামক এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ের ওপর পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে অয়ন মারা যান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে গেলে সেখানে পার্থর মৃত্যু হয়। সীমান্তকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































