• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই বন্ধুর


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৮:৪৯ পিএম
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই বন্ধুর
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকির ওরফে রাজাইয়ের ছেলে রিমন (২২) এবং একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিমন ও গালিব দুই বন্ধু। বিকেলে তারা মোটরসাইকেলে করে মাছপাড়ার দিকে যাচ্ছিলেন। চাঁদপুর এলাকায় পৌঁছলে রাজবাড়ী অভিমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা দুজনই মোটরসাইকেল থেকে পরে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে রিমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে গালিব মারা যান।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।

Link copied!