• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

অধিক মূল্যে পোশাক বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৮:০১ পিএম
অধিক মূল্যে পোশাক বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলায় ক্রয় মূল্যের চেয়ে ৮০ শতাংশ লাভে পোশাক বিক্রির অভিযোগে চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দোকানগুলোতে উপচেপড়া ভীড়। আর সেই সুযোগেকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী ইচ্ছামত দাম বাড়িয়ে পোশাক বিক্রি করছে। বুধবার দুপুরে শহরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পোশাক বিক্রির ক্ষেত্রে ৮০ শতাংশ লাভের প্রমাণ পাওয়ায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।” 

Link copied!