• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মসজিদের সিঁড়িতে পড়ে ছিল দুটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:০০ পিএম
মসজিদের সিঁড়িতে পড়ে ছিল দুটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি

সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজীপুর সড়কের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসল্লি। পরেটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তুর্কি সুলুন-১২ গেজ মডেলের দুটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি কে বা কারা ফেলে রেখেছিল সেটি খোঁজা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!