• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

১৯ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৫:০২ পিএম
১৯ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে ৬ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি ইজিবাইক, দুটি মোবাইল ফোন ও প্রায় ৮ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা কে এম শাইখ আকতার জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৯ লাখ টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরে বিক্রি করতেন।

Link copied!