• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুজন আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৯:২৫ এএম
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ দুজন আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসা জব্দ করা হয়।  

শনিবার (২১ অক্টোবর) সকালে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়া ৪ নম্বর ক্যাম্পের জি/৫ সাব ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) এবং মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।

এপিবিএন-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!