• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

মুসল্লিদের ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগতীর


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১১:৩৯ এএম
মুসল্লিদের ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগতীর
আখেরি মোনাজাত। ছবি : সংবাদ প্রকাশ

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে। মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার কয়েক লাখ মুসল্লি।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হচ্ছে। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!