• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

রাঙ্গামাটিতে কাঠবোঝাই ট্রাকে গুলি, চালক গুলিবিদ্ধ


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০২:৪৩ পিএম
রাঙ্গামাটিতে কাঠবোঝাই ট্রাকে গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙ্গামাটিতে কাঠবোঝাই একটি ট্রাকে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক সৈয়দ আলম (৩০) ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই সঙ্গে ট্রাকের সামনের দুটি চাকা গুলিবিদ্ধ হয়ে ফেটে যায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রাকের চালক সৈয়দ আলমকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আলম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকার বাসিন্দা।

ট্রাকচালকের সহকারী মোহাম্মদ জাকির হোসেন বলেন, “রাঙ্গামাটি থেকে কাঠ নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলাম। পথে শালবাগান এলাকায় পৌঁছালে আমাদের ট্রাককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। এ সময় ট্রাকের চালক ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং ট্রাকের দুটি চাকা ফেটে যায়।”

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, এ ঘটনায় আহত ট্রাকচালককে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Link copied!