• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টঙ্গীতে ট্রেনে ছিনতাই, আটক ৯


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০১:৪৭ পিএম
টঙ্গীতে ট্রেনে ছিনতাই, আটক ৯

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে আউটার সিগন্যালে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন টঙ্গী পূর্ব থানা এলাকার মেহেদী হাসান জয় (২৬), একই থানার আমতলী টেরানির টেক এলাকার মো. রনি (৩৫), শিলমুন পশ্চিমপাড়া এলাকার রবিউল হাসান (৪০), টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া এলাকার মো. স্বাধীন (৩০), মরকুন পশ্চিমপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম জাকির (২৫), তিস্তার গেট এলাকার মো. মাসুদ (২৭), পূর্ব থানার নতুন বাজার এলাকার মো. নাসির (২০), আমতলী এলাকার মো. নয়ন হাসান (২৮) ও টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. আশিক (২২)।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছোটন শর্মা বলেন, “রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে টিটিইসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।” 

Link copied!