• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০১:০৮ পিএম
আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে, বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের জয় বাংলা বাজারস্থ ইসমাইলের মুদিদোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম সোহেল (২৮) ও একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!