• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

ভ্যান চুরি করে পালানোর সময় তিনজন আটক


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৮:৫২ পিএম
ভ্যান চুরি করে পালানোর সময় তিনজন আটক

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ব্যাটারিচালিত একটি ভ্যান চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের ইউনিয়ন পরিষদে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ভ্যানের মালিক মাছুদুল বাদী হয়ে তিন চোরকে আসামি করে থানায় মামলা করেছেন।

গ্রেপ্তাররা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর (পূর্বপাড়া) গ্রামের মমতাজ শেখের ছেলে রিয়াজুল শেখ (৩৩), রোস্তম আলীর ছেলে বিপুল মিয়া (২৮) এবং জাকির খাঁনের ছেলে ইমন খাঁন (২৩)।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মাছুদুল তার ব্যাটারিচালিত ভ্যানটি রাস্তার ওপর রেখে ওষুধ কিনতে যান। ফিরে এসে দেখেন অটোভ্যানটি সেখানে নেই। এরপর বাজারের লোকজন বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে মোসলেগঞ্জ-পানিতলা রাস্তায় গিয়ে চুরি হওয়া ভ্যানসহ তিনজনকে আটক করেন স্থানীয়রা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অটোভ্যান চুরির কথা স্বীকার করেছেন। দুপুরে তাদের তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Link copied!