কক্সবাজারের চকরিয়া উপজেলায় চোরাই মোবাইলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।
এর আগে, শনিবার রাত সাড়ে আটটায় পৌরসভার চিরিঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান (২০) চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক (২২) চকরিয়া পৌরসভার হোসেনের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২)।
শামসুল আলম খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান চালায় র্যাব। এসময় কয়েকটি মোবাইল সার্ভিসিং পয়েন্ট থেকে বিভিন্ন ব্রান্ডের ১৬২ টি চোরাই মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন মাধ্যম থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করতেন।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































