• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় এসে তরুণীর অনশন


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৯:৩৮ পিএম
পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় এসে তরুণীর অনশন

বরগুনার তালতলীতে এক পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় এসে অনশনে বসেছেন বেতাগী উপজেলার এক তরুণী। পুলিশ সদস্যকে বিয়ে না করা পর্যন্ত বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন ওই তরুণী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ তথ্য সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাখাওয়াত হোসেন তপু।

তরুণীর দাবি, ঘর সংসার করার আশ্বাস দিয়ে তার সঙ্গে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন তালতলী থানার কর্মরত কনস্টেবল মো. আসাদ।

এ বিষয়ে পুলিশ সদস্য মো. আসাদ বলেন, “সে (ওই তরুণী) আমার স্ত্রী ছিল। তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। দীর্ঘদিন আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। বিভিন্নভাবে আমাকে বিরক্ত করে। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছি।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, “বিয়ের দাবিতে এক তরুণী সোমবার (৩০ জানুয়ারি) রাত থেকে থানার সামনে অনশনে অবস্থান নেন। পরে উভয়পক্ষের সঙ্গে কথা হলে আসাদ বিয়ের জন্য রাজি হয়। তাই তাদের বাড়ি পাঠানো হয়েছে।” 

Link copied!