• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

রড স্পর্শ করে লাশ হলো শিশু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ১১:২৫ এএম
রড স্পর্শ করে লাশ হলো শিশু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নীরব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) রাতে উপজেলার দহেরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। 

নীরব দহেরপাড় গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

শিশুর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে  শিশু নীরব প্রতিবেশী লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সঙ্গে লাগানো বৈদ্যুতিক মোটরের সংযোগস্থলের রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

Link copied!