• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পুকুরে মিলল তরুণীর লাশ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৩:১৭ পিএম
পুকুরে মিলল তরুণীর লাশ

নোয়াখালীর সদর উপজেলায় পুকুর থেকে তৃষা সাহা (২৬) নামের এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠায় পুলিশ।  

তৃষা সাহা নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মাস্টারপাড়া এলাকার কমল সাহার মেয়ে।  

নিহতের পিতা কমল সাহা জানান, তৃষা দীর্ঘ দিন ধরে অসুস্থ। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে তিনি বাসা থেকে বের হন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যান। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, ওই তরুণী মানসিক রোগী ছিলেন।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!