• ঢাকা
  • শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

আবাসিক হোটেল থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৯:৪৩ এএম
আবাসিক হোটেল থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাধা ঊষা আবাসিক হোটেল থেকে শাহিন আলম (৩০) নামের এক ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই আবাসিক হোটেলের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শাহিন আলম সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

হোটেলের ম্যানেজার শাহাদাত হোসেন বাবু বলেন, “আমাদের হোটেলের যে ছেলেটি থাকে সে তাকে ডাকার জন্য রুমে যায়। অনেকবার ডাকার পরেও দরজা খোলেনি। পরে আবার গিয়ে ডাক দেওয়ার পরও একই অবস্থা। পরে জানালা দিয়ে দেখে ফ্যানের সাথে ফাঁস দেওয়া হয়েছে। আমরা মালিককে খবর দেই।”

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “আবাসিক হোটেলের রুমের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস অবস্থা শাহিনের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।”

Link copied!