• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৪:৫৮ পিএম
মেঘনা নদী থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

ভোলায় মেঘনা নদী থেকে বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে ইলিশা নৌ থানা-পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) সকালে সদর উপজেলা ইলিশা ফেরিঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

ওই যুবকের বয়স ৩৫-৪০ বছর। লাশের শরীরে বেশির ভাগ অংশ পচে গেছে।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ইলিশা ফেরিঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে বস্তাবন্দি অর্ধগলিত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত থাকায় কোনো কিছুই বোঝা যাচ্ছে না।

উদ্ধার হওয়া মরদেহটি সুরতহাল ও ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান আকতার হোসেন।

Link copied!