• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

বিলের মধ্যে হাতকড়া পরানো ও পা বাঁধা যুবকের লাশ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৯:৩৫ পিএম
বিলের মধ্যে হাতকড়া পরানো ও পা বাঁধা যুবকের লাশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও হাইস্কুলের পূর্ব দিকের বিলের মধ্যে হাতকড়া পরানো ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি পানিশূন্য বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিল। তার দুই হাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তবে এর আগে লাশ শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

Link copied!