কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর হবে।
বুধবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর জাদিমুরা পয়েন্টে বস্তাবন্দি দুইটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশ দুইটি উদ্ধার করেছে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছর হবে। মরদেহ দুইটি ফুলে গেছে। এতে শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে হত্যা করে মরদেহ বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি কারা, কী কারণে ও কেন হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।