• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দেয়ালজুড়ে প্রেমিকার নাম লিখে কিশোরের আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ১০:০২ এএম
দেয়ালজুড়ে প্রেমিকার নাম লিখে কিশোরের আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে মোহাইমিনুল ইসলাম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরের উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

মোহাইমিনুল ইসলাম উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাইমিনুল ইসলামের বাবা-মা বিদেশে থাকেন। সে দাদা-দাদীর সঙ্গে থাকতো। তৃষা নামের এক মেয়ের সঙ্গে প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে নিজ শয়নকক্ষের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালের দিকে পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পান।  

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  

কাজী মো. সুলতান আহছান উদ্দিন আরও বলেন, নিহত কিশোরের শয়ন কক্ষের দেয়াল ও মেঝেতে তৃষা নামে এক মেয়ের নাম লেখা আছে অনেকবার। ধারণা করা হচ্ছে, প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!