• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

স্কুলছাত্রী ইতি হত্যার বিচার চান শিক্ষক-সহপাঠীরা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:২৮ পিএম
স্কুলছাত্রী ইতি হত্যার বিচার চান শিক্ষক-সহপাঠীরা

বরগুনায় অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ইতিকে (১৪) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, সহপাঠীসহ স্থানীয় সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বরগুনা প্রেসক্লাব চত্বরে আমতলী এ কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুনু হাওরাদারের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা প্রশাসন ও বিচার বিভাগের কাছে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।  

আমতলী এ কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, “ইতি আমাদের স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। অভিযুক্ত টিটু সবসময় তাকে উত্তক্ত করত। ইতিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে তার পা ছিল পাটাতনের সঙ্গে লাগানো। এতে আমরা নিশ্চিত এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পনা করেই হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এর আগে শনিবার (২৬ অক্টোবর) বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ইতিকে ধর্ষণ ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে ওঠে একই উপজেলার ৯নং এম বালিয়ালী ইউনিয়নের আইয়ূব আলীর ছেলে মইনুল হাসান টিটুর বিরুদ্ধে।

Link copied!